ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সেখানে গিয়ে তাঁরা খোঁজখবর নেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে আরও জনের ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯। ‌যোগী আদিত্যনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় উদ্বিগ্ন। তিনি সবরকম সহ‌যোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর নির্দেশেই জেপি নাড্ডা এসেছেন।”তিনি আরও বলেন, “এনসেফেলাইটিসের মোকাবিলায় টিকাকরণ শুরু হয়েছে।” ঘটনার উপ‌যুক্ত তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ‌যোগী আদিত্যনাথ।


 





গতকালই সাংবাদিক বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্সিজেনের অভাবেই শিশুদের মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখবেন।দোষীদের কাউকে রেয়াত করা হবে না।    


আরও পড়ুন,গোরক্ষপুরে শিশু মৃত্যু বেড়ে ৬৩, গাফিলতির অভিযোগে বরখাস্ত হাসপাতাল সুপার