ওয়েব ডেস্ক : পুরভোটের পরে চাপে পড়ে ফের গোর্খাল্যান্ড ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল রাতে সিকিমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে মোর্চার প্রতিনিধি দলের সদস্যরা। সেখানেই পরবর্তী পর্যায়ে তাদের কর্মসূচীর কথা জানান নেতারা। প্রতিনধি দলের নেতৃত্বে ছিলেন রোশন গিরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাহাড়ে চ্যালেঞ্জের মুখে মোর্চার একাধিপত্য


মোর্চার বক্তব্য, গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ৩ সদস্যের কমিটি গড়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে এমনই আশ্বাস মিলেছে বলে দাবি মোর্চার প্রতিনিধিদলের। গতকাল থেকেই সিকিম সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।