নিজস্ব প্রতিবেদন: শিশু ধর্ষকের এবার হতে পারে ফাঁসির সাজা। কড়া শাস্তির মুখে পড়তে হবে শিশু পর্নগ্রাফিতে যুক্ত প্রমাণিত হলেও। বুধবার পকসো আইন ২০১২-র সংশোধনীতে ছাপত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার জেরে আরও কঠোর হয়েছে শিশুদের যৌন নির্যাতনের সাজা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শিশু যৌন নির্যাতনের ঘটনা প্রতিদিনই বাড়ছে। ফলে এই অপরাধে শস্তি আরও কঠোর করার দাবি উঠছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেই পথে হাঁটল মোদী সরকার। ২০১২ সালে শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধনে সম্মতি জানিয়েছে মোদী মন্ত্রিসভা। এর ফলে কোনও নাবালক বা নাবালিকাকে ধর্ষণে কেউ দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে তার। 


গাড়ি ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা! ক্যাব চালকের হাতে 'শ্লীলতাহানি' অভিনেত্রীর


এছাড়া এদিন মন্ত্রিসভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্বের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই যোজনায় গোটা দেশে ১,২৫,০০০ কিলোমিটার  রাস্তা তৈরি হবে। যাতে খরচ হবে ৮০,২৫০ কোটি টাকা।