পুরনো MRP লেখা পণ্য বিক্রির সময়সীমা বাড়াল কেন্দ্র
ওয়েব ডেস্ক: শেষ মুহূর্তে নিষ্কৃতি। জিএসটি লাগু হওয়ার আগে তৈরি হওয়া পণ্য বিক্রির সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি লাগু হওয়ার আগে তৈরি পণ্য বিক্রির সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। সময়সীমা শেষ হতে চললেও অনেকেরই গুদামে পড়ে ছিল পুরনো মাল। ফলে বিপুল লোকসানের আশঙ্কায় ভুগছিলেন ব্যবসায়ীরা। কেন্দ্রের এদিনের ঘোষণায় সেই সংকটের অবসান হল।