ওয়েব ডেস্ক : যাঁরা সৃজনশীল এবং যাঁরা নেট স্যাভি, তাঁরা কেন্দ্রীয় সরকারের জন্য কাজ করতে চান? এমন সুবর্ণ সুযোগ কিন্তু আপনার সামনে। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে আপনিও অংশ নিতে পারেন।  কিন্তু কীবাবে করবেন সেই চাকরি? আসুন এর কিছু প্রাথমিক তথ্য দেখে নেওয়া যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই চাকরি করতে হলে প্রথমেই www.mygov.in ওয়েবসাইটটিতে ঢুকলে এই কথাটিই সবথেকে আগে চোখে পড়বে। ডিজিটাল ইন্ডিয়া গড়তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে চাইছেন যাঁরা, তাঁরা সরাসরি সরকারি ওয়েবসাইটটিতে আবেদন করতে পারেন। জমা দিতে পারেন বায়োডেটা।


মোট ১২টি ক্ষেত্রের জন্য সরাসরি আবেদন জমা নেওয়া হচ্ছে। এডিটোরিয়াল রাইটার, রিসার্চার, সফটঅয়্যার ডেভলপার্স, ডেটা সায়েন্টিস্ট, গ্রাফিক ডিজ়াইনার, ভিডিও এডিটর,  ডিজিটাল কনটেন্ট স্ক্রিপ্ট রাইটার, অ্যাডভার্টাইজ়িং প্রফেশনাল, সিনিয়র ম্যানেজমেন্ট, অ্যাকাডেমিক এক্সপার্টস, সোশাল মিডিয়া এক্সপার্টস, অ্যাপ ডেভলপার্স


এইসব পদের ক্ষেত্রে যোগ্যতা কী, সে সম্পর্কে বিস্তারিত  পাওয়া যাবে www.mygov.in ওয়েবসাইটে। PDF ফরম্যাটে বায়োডেটা জমা দেওয়া যাবে। বায়োডাটা জমা দেওয়ার সময় হ্যাশট্যাগ ব্যবহার করে নীচের কমেন্ট বক্সে কোন পদের জন্য আবেদন করতে চাইছেন তা লিখে দিতে হবে। পরে আবেদন ও যোগ্যতামান খতিয়ে দেখে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে। তবে আবেদন করলেই চাকরি, এমন গ্যারান্টি কিন্তু নেই।


তবে এ সবই প্রাথমিক কিছু তথ্য। বিস্তারিত জানতে www.mygov.in  সাইটটি খুঁটিয়ে দেখুন।