নিজস্ব প্রতিনিধি: ১৭৭ টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর জিএসটি-র হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার ওই তালিকায় আরও সংযোজন। এবার দাম কমতে পারে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ডিশওয়াশারের মতো বেশ কিছু ইলেকট্রিকাল দ্রব্যের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিদ্ধান্ত নেবে সেন্সর বোর্ড, 'পদ্মাবতী'র মুক্তিতে হস্তক্ষেপ নয় : সুপ্রিম কোর্ট 


সম্প্রতি গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। তাতে ১৭৭ টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর জিএসটির হার কমিয়ে আনা হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রোজকার ঘরের কাজে ব্যবহৃত রেফ্রিজারেটর, ডিশওয়াশার, ওয়াশিং মেশিনের  মতো বেশ কিছু দ্রব্যের।  জিএসটি-র হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।।  সেক্ষেত্রে এই দ্রব্যগুলির দাম এক লাফে অনেকটাই কমে যাবে।


আরও পড়ুন: দীপিকা – বনশালীর শিরশ্ছেদের হুমকি দেওয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা


এই ধরনের মেশিন সংসারের কাজের চাপ অনেকটাই কমায়।  বিশেষ করে মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই জিএসটি-র হার ১২ শতাংশ ও ১৮ শতাংশের স্তরে চলে আসায় বেশ কিছু ভোগ্যপণ্যের দাম কমে গিয়েছে।