নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল মোদী সরকার (Modi Govt)। ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ পড়বে এই কর্মসূচিতে। গতবছরও করোনা পরিস্থিতিতে নিখরচায় দেশজুড়ে রেশন বণ্টন করেছিল কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। সেজন্য ২৬,০০০ কোটি টাকার বেশি খরচ করতে হবে সরকারকে।