দেশে ২ লক্ষের বেশি সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যই ওই সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকউন্ট আপতত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। ওই সংস্থাগুলি আদতে ‘শেল কোম্পানি’ নামে পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী এই ‘শেল কোম্পানি’?


এক ছাতার তলায় একাধিক সংস্থা। উপযুক্ত নথিপত্র নেই। বেনামে এই সংস্থাগুলো চলছে রমরমিয়ে। সরকারি খাতায় এ ধরনের সংস্থাকে ‘শেল কোম্পানি’ বলা হয়। এদের লক্ষ্য, কীভাবে সরকারকে কর ফাঁকি দেওয়া যায়! কী ভাবে কালো টাকা সাদা করা যায়!


আরও পড়ুন- গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর


মোদী সরকারের আতস কাচের নীচে এবার এ সব ‘শেল কোম্পানি’। যার মধ্যে ২,০৯,০৩২টি ভুয়ো সংস্থার রেজিস্ট্রেশন বাতিল হতে চলেছে। সরকারের তরফে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, উপযুক্ত নথি জমা না পড়া পর্যন্ত ওই সব কোম্পানির ডিরেক্টরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়কিভাবে বন্ধ রাখতে হবে।


আরও পড়ুন- লেনদেনের নয়া নিয়ম জেনে নিন এসবিআই গ্রাহকরা


সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ২৪৮ (৫) ধারার কোম্পানি অ্যাক্ট অনুযায়ী শেল কোম্পানিগুলি বেআইনি। প্রসঙ্গত, গত ১৫ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন,  কালো টাকা রুখতে, বড় সংখ্যক শেল কোম্পানির তালিকা হাতে এসেছে। এর মধ্য বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে মোদী সরকার আর্থিক সংস্কারে আর এক ধাপ এগলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।