নিজস্ব প্রতিবেদন: প্রোটেম স্পিকার হিসেবে বিজেপি বিধায়ক কেজি বোপিয়াকে নিয়োগ করলেন রাজ্যপাল বাজুভাই বালা। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্পিকার ছিলেন বোপিয়া। রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপির এজেন্টের কাজ করছেন রাজ্যপাল বাজুভাই বালা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকে শনিবার বিকেল চারটেয় আস্থাভোট করতে হবে, এই মর্মে শুক্রবার সকালে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পর বিধানসভার অধিবেশন পরিচালনার জন্য বোপিয়ার নামে শিলমোহর দেন রাজ্যপাল বাজুভাই বালা। কংগ্রেসের অভিযোগ, এটা অপ্রত্যাশিত সিদ্ধান্ত। তাদের দাবি, প্রবীণ বিধায়ক হিসেবে এই দায়িত্ব আরভি দেশপাণ্ডের পাওয়া উচিত ছিল। কিন্তু বিজেপি এমন লোককে প্রোটেম স্পিকার করেছে, যিনি প্রবীণতম নন। তার উপরে সুপ্রিম কোর্ট একটি মামলায় তাঁকে 'দাগী' আখ্যা দিয়েছিল।  


রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, আইনের অপব্যবহার করেছে বিজেপি। সাধারণভাবে প্রবীণ বিধায়ককে প্রোটেম স্পিকার করা হয়। এক্ষেত্রে তা মানা হয়নি। রাজ্যপালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তাঁর কথায়, ''এ ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।''  





কিন্তু প্রোটেম স্পিকার নিয়ে কেন আপত্তি কংগ্রেসের? রাজনীতির কারবারিরা বলছেন, আস্থাভোটে প্রোটেম স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাঁর ভোট দেওয়ার অধিকার থাকে না। কিন্তু কোনভাবে ফলাফল টাই হলে তিনি ভোট দেন। তেমন পরিস্থিতি শনিবার এলে অ্যাডভান্টেজ বিজেপিরই।


আরও পড়ুন- গোয়া, মণিপুরে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দরজায় কংগ্রেস-আরজেডি