নিজস্ব প্রতিবেদন: চার রাজ্যে ভোটের মুখে বেসরকারিকরণের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাজেটে ঘোষিত একাধিক সংস্কার নিয়ে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'৯টার পরই ভয়ঙ্কর Khela', ব্যাট হাতে হুঙ্কার Anubrata-র



বুধবার প্রধানমন্ত্রী বলেন, বহু সরকারি সংস্থা লোকসানে চলছে। তাদের বাঁচিয়ে রাখতে খরচ হচ্ছে করদাতাদের টাকা। সরকারের দায়িত্ব হল দেশের শিল্প সংস্থাগুলির পাশে দাঁড়ানো, তাদের বিভিন্নভাবে সাহায্য করা। কিন্তু এই যুগে কোনও শিল্প সংস্থার মালিক হওয়া বা ব্যবসা করা সরকারের কাজ নয়। এটা সম্ভবও নয়। সরকারের লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্ব দেওয়া। 


এদিন বেসরকারিকরণের উপরে হওয়া এক অনলাইন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী(Narendra Modi) বলেন, দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আনতে স্পষ্ট দিশা দেওয়া হয়েছে এবারের বাজেটে। চারটি ক্ষেত্র ছাড়া দেশের অধিকাংশ সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করতে চায় সরকার।


আরও পড়ুন- ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে ফ্রি-তে, PM Modi-কে চিঠি Mamata-র     


উল্লেখ্য, দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠানকে(PSU) ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এর মধ্যে এলআইসি(LIC), এয়ার ইন্ডিয়া(Air India), ভারত পেট্রোলিয়াম, পবন হংস, শিপিং কর্পোরেশনের মতো সংস্থা।


প্রধানমন্ত্রী এদিন বলেন, সরকার চায় মুষ্টিমেয় কিছু কোম্পানিকে সরকারের আওতায় রাখতে। দেশের বহু সরকারি সংস্থা রয়েছে যারা লোকসানে চলছে। ওইসব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ হলে মানবসম্পদের উপযুক্ত ব্যবহার হবে, পাশাপাশি ওইসব ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হবে।