ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে ফ্রি-তে, PM Modi-কে চিঠি Mamata-র

জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে মোদী সরকার। 

Updated By: Feb 24, 2021, 05:11 PM IST
ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে ফ্রি-তে, PM Modi-কে চিঠি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে রাজ্যে বিনামূল্যে গণটিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি দিয়ে মমতা (CM Mamata) জানালেন, ভোটের আগে পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণের জন্য অগ্রাধিকারভিত্তিতে টিকা কিনতে চায় রাজ্য সরকার।

ভোটের আগে বাংলার সকল নাগরিকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা (Mamata Banerjee) চিঠি দিলেন নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। তিনি লিখেছেন, 'স্বাস্থ্যকর্মী, পুলিসকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিডযোদ্ধাদের দ্রুত কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক। তবে আশঙ্কার বিষয়, নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ ভোটকেন্দ্রে হাজির হবেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া ও সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণ প্রয়োজন বলে আমরা মনে করি।'         

জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে মোদী সরকার (Modi Govt)। প্রথম ধাপে দেওয়া হচ্ছে সামনের সারির কোভিডযোদ্ধাদের। দ্বিতীয়ধাপে ১ মার্চ থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে টিকা। টিকাকরণের খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার। বাজেটে অর্থ বরাদ্দ করাও হয়েছে। তবে ভোটের আগে রাজ্যের মানুষের জন্য টিকা কিনতে চান মমতা। চিঠিতে সে কথাই উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার।' 

    

মমতার চিঠির পর ভোটের আগে টিকাকরণ ফের ইস্যু হয়ে উঠল। কোভিড টিকা নিয়ে সাফল্যের প্রচার করছে বিজেপি। প্রধানমন্ত্রীও বিভিন্ন সভায় সে কথা মনে করিয়ে দিয়েছেন। এবার মমতার চিঠি আলাদা মাত্রা যোগ করল টিকা-রাজনীতিতে, মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন- Raj, Saayoni, Manali, তৃণমূলে যোগ দিলেন টলিউডের একঝাঁক তারকা

            

.