ওয়েব ডেস্ক: পাঁচ বছরের আগেই তোলা ‌যাবে পিপিএফের টাকা। সম্ভবত এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নয়া দিল্লি থেকে জানানো হয়েছে, মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে পিপিএফে পরিষেবাগত কিছু রদবদলের পথে হাঁচতে চলেছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিপিএফের আইনে কেন্দ্র সংশোধনী আনতে চলেছে, এই খবরে সম্প্রতি বিভ্রান্তি ছড়ায়। আশঙ্কা করা হচ্ছিল পিপিএফ-এ বিনিয়োগে করছাড় প্রত্যাহার করতে পারে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই আশঙ্কা একেবারেই অমূলক। এমন কোনও পরিকল্পনা নেই তাঁদের। সম্ভাবনা নেই সুদের হার বদলেরও।


আরও পড়ুন - অযোধ্যা থেকে রামেশ্বরম, রামমন্দিরের দাবিতে ‘রাম রাজ্য রথ‌যাত্রা’ ভিএইচপির


মঙ্গলবার মন্ত্রকের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়েছে, চিকিৎসাজনিত জরুরি কারণে বা সন্তানদের শিক্ষার প্রয়োজনে নির্ধারিত সময়ের আগে পিপিএফ থেকে টাকা তোলার অনুমতি দিতে চায় সরকার। সেক্ষেত্রে টাকা তোলার পর পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করারও অনুমতি মিলবে। একই রকম বদল আনা হতে পারে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-সহ অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পেও।


সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের জন্যও সঞ্চয় করতে পারবেন অভিভাবকরা। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াতে এই পদক্ষেপের ভাবনা বলে জানিয়েছে সরকার। একই রকম ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা স্বল্প সঞ্চয় প্রকল্প চালুর ভাবনাও রয়েছে কেন্দ্রের মাথায়।