নিজস্ব প্রতিনিধি:  ভারতে অস্ত্র আইন শিথিল করল কেন্দ্র। মূলত 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে আরও গুরুত্ব দিতেই এই পদক্ষেপ। নয়া আইনে, অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলিকে আর লাইসেন্স পুনর্বিকরণ করাতে হবে না। এবার থেকে 'লাইফ টাইম' লাইসেন্স পাবে অস্ত্রপ্রস্তুতকারী সংস্থাগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এতদিন যে নিয়ম ছিল, তাতে অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৫বছর অন্তর লাইসেন্স রিনিউ করতে হয়। একটি আগ্নেয়াস্ত্রের জন্য ৫০০টাকা লাইসেন্স ফি দিতে হত। এর ফলে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রিভিউ করতে হলে ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা দিতে হত। অনেকেই এই টাকা এড়াতে লাইসেন্স রিনিউ করা বন্ধ করে দেন, অনেকে আবার অস্ত্র তৈরিই বন্ধ করে দেন। নয়া আইনে লাইসেন্স ফি ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ধার্য করে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে, 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগ গুরুত্ব তো পাবেই, তার সঙ্গে অস্ত্র ব্যবসার ক্ষেত্রেও প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।