নিজস্ব প্রতিবেদন: লোকসভায় ফের সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সংসদে আন ল’ফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে আলোচনার সময় সরকারকে নিশানা করেন তৃণমূল সাংসদ। বিলের বিরোধিতা করেন মহুয়া।



আরও পড়ুন-বানভাসি মুম্বই, বিপর্যস্ত জনজীবন! আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস


মহুয়া মৈত্র বলেন, এখন ‘প্রপাগান্ডা’ চালাচ্ছে সরকার নিজেই। সরকারের ‘ট্রোল আর্মি’ এখন নিশানা করেছেন বিরোধীদের। যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে দেশ বিরোধী বলা হচ্ছে। সরকারের সমালোচনা করা করার অর্থ এই নয় যে তিনি দেশে বিরোধী। বিরোধীদের সমালোচনার করার অধিকার রয়েছে। এই জায়গাটাই চাইছি আমরা।



এদিকে, মহুয়ার ওই মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন সরকার পক্ষের সাংসদরা। বিজেপি সাংসদ এস এস আলুওলিয়া বলেন, মহুয়া মৈত্র যা বলছেন তার প্রমাণ কী? তাঁকে ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে।


আরও পড়ুন-বহুল ব্যবহৃত ৬০০০ টাকার ডিটারজেন্টের সঙ্গে স্কুটার ফ্রি! বিশ্বাস করে ঠকলেন গৃহবধূ


সরকারপক্ষের চাপ সত্বেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তৃণমূল সাংসদ। তিনি বলেন, দেশে এখনও বহু মানুষ রয়েছেন যারা সাদা-কালোয় ভাগ হয়ে যাননি। সেখানে হয় তুমি সরকার পক্ষের নয়তো তুমি সরকার বিরোধী।


বিলটি নিয়ে মহুয়া বলেন, বিলটি পাস হলে যে কোনও লোককে উপযুক্ত তদন্ত ছাড়াই জঙ্গি তকমা দিতে পারে। এই বিলের বিরোধিতা করা উচিত।