নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে এটিএম-এ নোটের আকাল মেটাতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র। মঙ্গলবার অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ৫০০ টাকার নোটের সংখ্যা বাড়িয়ে সমস্যা সমাধান করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঝড়ের ঝাপটায় বেসামাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


উল্লেখ্য, মঙ্গলবার থেকে দেশের অন্তত ১০ রাজ্যে এটিএম-এ নোটের হাহাকার শুরু হয়ে ‌যায়। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট সহ একাধিক রাজ্যে এটিএমের সামনে বিরাট লাইন পড়ে ‌যায়। বহু জায়গায় এটিএম-এ নো ক্যাশ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।


মঙ্গলবারই অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, নোটের এই সংকট সাময়িক। দেশের কয়েকটি রাজ্যে হঠাৎ টাকার জোগান বেড়ে ‌যাওয়ায় অন্যান্য রাজগুলিতে তার প্রভাব পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে ‌যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে রোজ ‌যে সংখ্যক ৫০০ টাকার নোট ছাপানো হয় তার ৫ গুণ বেশি নোট ছাপা হবে।


আরও পড়ুন-সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার ৫ গুরুত্বপূর্ণ দিক


অর্থমন্ত্রকের সচিব, এ সি গর্গ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ২ দিনের মধ্যে রোজ ২৫০০ কোটি ৫০০ টাকার নোট ছাপানো হবে।’


এদিকে, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে টাকার এই আকালের পেছনে রয়েছে বড় নোট জমা করার প্রবণতা। মনে করা হচ্ছে কালোটাকার মালিকরা বড় নোটে তাদের টাকা জমা করছে।ফলে এই সংকট তৈরি হয়েছে।