ইভ টিজারদের `উচিত শিক্ষা` দিলেন লখনউ কন্যা
ফাঁকা রাস্তায় একা মেয়ে। ব্যাস, ইভটিজারদের আর রোখে কে! যদিও এক্ষেত্রে রাস্তা ফাঁকা ছিল না। কিন্তু তাতে কি, `বীরপুঙ্গব` ইভটিজারদের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। আর সেখানেই রুখে দাঁড়ালেন এক যুবতী। পুলিসের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ইভটিজারদের দিলেন `উচিত শিক্ষা`। লখনউয়ের গৌতম পল্লি এলাকার ঘটনা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কলেজ ছাত্রীদের উত্যক্ত করছিল একদল যুবক। ধৈর্যের বাঁধ ভাঙে ছাত্রীদের। পুলিসের থেকে লাঠি কেড়ে নিয়ে যুবকদের মারধর শুরু করেন তাঁরা। আর সেই ধোলাইয়ের ভিডিও দেখে অনেকেই বলছেন, `মেয়েদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। এভাবেই অসভ্যতার শিকার না হয়ে রুখে দাঁড়াতে হবে তাঁদের`। আপনি কী বলেন? অবশ্য তার আগে দেখে নিন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: ফাঁকা রাস্তায় একা মেয়ে। ব্যাস, ইভটিজারদের আর রোখে কে! যদিও এক্ষেত্রে রাস্তা ফাঁকা ছিল না। কিন্তু তাতে কি, 'বীরপুঙ্গব' ইভটিজারদের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। আর সেখানেই রুখে দাঁড়ালেন এক যুবতী। পুলিসের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ইভটিজারদের দিলেন 'উচিত শিক্ষা'। লখনউয়ের গৌতম পল্লি এলাকার ঘটনা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কলেজ ছাত্রীদের উত্যক্ত করছিল একদল যুবক। ধৈর্যের বাঁধ ভাঙে ছাত্রীদের। পুলিসের থেকে লাঠি কেড়ে নিয়ে যুবকদের মারধর শুরু করেন তাঁরা। আর সেই ধোলাইয়ের ভিডিও দেখে অনেকেই বলছেন, "মেয়েদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। এভাবেই অসভ্যতার শিকার না হয়ে রুখে দাঁড়াতে হবে তাঁদের"। আপনি কী বলেন? অবশ্য তার আগে দেখে নিন সেই ভিডিও-