ওয়েব ডেস্ক: বিয়ের উপহার খুলতেই প্রচণ্ড বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাত্রের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নববধূ। ঘটনা ওডিশার পটনাগড় জেলার বোলানগিরের। বিস্ফোরণে মৃত্যু হয়েছে বরের ঠাকুরমারও। পরিবারের তরফে জানানো হয়েছে, উপহারের বাক্সের মধ্যেই রাখা ছিল বোমা। ঘটনার তদন্তে নেমেছে ওডিশা পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৮ ফেব্রুয়ারি বিয়ে হয় ওই নবদম্পতির। সেদিনই ওই উপহারের বাক্স পেয়েছিলেন তাঁরা। পাঁচ দিন পর শুক্রবার উপহারের বাক্সটি খুলতেই জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় লন্ডভণ্ড হয়ে ‌যায় ঘরটি। ফাটল ধরে দেওয়ালে। বিস্ফোরণে মৃত্যু হয় বর ও তাঁর ঠাকুরমার। 



বিস্ফোরণের পরই পটনাগড় হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয় আহতদের। সেখান থেকে স্থানান্তরের পরই মৃত্যু হয় বর ও তাঁর ঠাকুমার। উপহারের বাক্সে কী ধরনের বিস্ফোরণ ছিল তা এখনো জানাতে পারেনি পুলিস। তদন্ত চলছে।