নিজস্ব প্রতিবেদন : হবু বর বজ্রপাতে ভয় পান, তাই আসরেই বিয়ে ভেঙে দিলেন কনে। বিহারের সরন এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনপুর থানার চিতরসেনপুরে কনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সরনের ওই ছেলের। শুক্রবার বিয়ের আসরে চলছিল নানা আচার অনুষ্ঠান। বাইরে অঝোরে বৃষ্টি। ঠিক সেই সময় হঠাত্ই নিকটবর্তী একটি মাঠে বাজ পড়ে। কনের অভিযোগ, ওই দৃশ্য দেখেই অদ্ভূত আচরণ করতে থাকেন যুবক। ভয়ে শিটিয়ে যেতে দেখা যায় তাঁকে।


এরপরই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। বরের এমন অস্বাভাবিক আচরণে রীতিমতো ক্ষেপে ওঠেন কনের পরিবারের সদস্যরা। শুরু হয় দু'পক্ষের হাতাহাতি। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে কনে পক্ষের ৪ জনকে গ্রেফতার করে।


আরও পড়ুন- নরেন্দ্র মোদীকে হায়দরাবাদ থেকে ভোটে জিতে দেখানোর চ্যালেঞ্জ ওয়েইসির