নিজস্ব প্রতিবেদন: সোনারকেল্লার রাজ্যে প্রায় সাড়ে ১১ কোটি টন সোনার খোঁজে খনন কাজ শুরু করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। ভূবিজ্ঞানীদের অনুমান, মূলত বানসওয়ারা এবং উদয়পুরে মাটির নীচে স্তরে স্তরে জমা হয়ে রয়েছে সোনা। জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এন কুটুম্ব রাও-এর দাবি, ভূপৃষ্ঠ থেকে ৩০০ ফিট নীচে অবস্থান করছে কোটি কোটি টন সোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কীভাবে জানা গেল?


রাও বলছেন, এই দুই শহরে সোনা ও তামার উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। আর তাই শিকার জেলার নিম কা থানা এলাকায় শুরু হয়েছে খনন কার্য। তবে শুধু সোনা এবং তামা নয়, ওই এলাকা থেকে প্রচুর পরিমানে লেড ও জিঙ্ক পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মাটি খুঁড়ে ৮ কোটি টন তামা উত্তোলন করা হয়েছে।