ওয়েব ডেস্ক : গাড়ি কিনতে উত্সাহীদের জন্য খারাপ খবর। দাম বাড়ছে মাঝারি থেকে বিলাসবহুল গাড়ির। মাঝারি, বড় ও SUV-র উপর GST সেস ১০ শতাংশ বাড়াতে সম্মতি দিয়েছে কেন্দ্র। এরফলে বিলাসবহুল গাড়ির GST সেস ১৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ২৫ শতাংশ। ফলত একধাক্কায় বেশ খানিকটা দাম বাড়ছে গাড়ির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

GST লাগু হওয়ার পর SUV-র দাম কমে হয়েছিল ১.১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। বাদ হয়ে গিয়েছিল প্রায় ডজনেরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য শুল্ক। সস্তা হয়েছিল গাড়ি। এখন নয়া সেস লাগু হলে, নতুম করে দামে হেরফের ঘটবে।


মাঝারি, বড় ও বিলাসবহুল গাড়ি এবং SUV-র উপর সেস বাড়ানোর বিষয়ে ৫ অগাস্ট সম্মতি জানায় GST কাউন্সিল। নয়া সেসকে এখন আইন সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্তি করতে হবে।


প্রসঙ্গত, GST-র তালিকক্রমে সবচেয়ে উপরেই আছে গাড়ি। সর্বোচ্চ ২৮ শতাংশ কর ধার্য হয় গাড়ির উপর। এখন GST-র আওতায় সেস লাগু হয় গাড়ি, তামাক এবং কয়লার মত 'ডিমেরিট গুডস'-এর উপর। VAT ও সার্ভিস ট্যাক্স উঠে যাওয়ায়, রাজ্যগুলির রাজস্ব ক্ষতির সমতা ফিরিয়ে আনতে আয়ের নয়া পথ করে দিতেই এই সেস।


আরও পড়ুন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে ৩১ ডিসেম্বর