ওয়েব ডেস্ক : শেষ পর্যন্ত ১১তম বৈঠকে কাটল জট। কেন্দ্রীয় GST ও সুসংহত GST-র চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিল GST কাউন্সিল। পয়লা জুলাই থেকেই GST চালু করতে চায় কেন্দ্র। তাই বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে GST সংক্রান্ত বিল সংসদে আনতে চায় সরকার। জানালেন জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লুকানো সম্পত্তি আছে আপনার? তাহলে এখনই সাবধান হয়ে যান...


অন্যদিকে, GST বিধিতে রাজ্যের ২৬টি সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্র। সন্তোষপ্রকাশ করে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ৩ দিনের মধ্যে বিধি চূড়ান্ত করে সব রাজ্যকে দেবে আইনি কমিটি। বিধানসভায় বিল পাস করানোর পর, নতুন করে প্রতিটি পণ্যের দাম বেঁধে ফেলতে হবে রাজ্য সরকারকে।