জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সন্ধ্যায় জিএসটি কাউন্সিলের ৪৯তম বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পেট্রোলিয়াম পণ্যগুলিকে GST-এর আওতায় আনার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাম্প্রতিক বক্তব্যের পরে, কিছু মানুষ পেট্রল এবং ডিজেলের দাম কমার আশা করেছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। GST কাউন্সিলের বৈঠকে, তরল গুড়, পেন্সিল শার্পনার এবং নির্বাচিত ট্র্যাকিং ডিভাইসগুলির উপর GST কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই কারণে এই তিনটি জিনিসই সস্তা হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্রুত বকেয়া পরিশোধ করা হবে


এছাড়াও, বার্ষিক রিটার্ন জমা করতে বিলম্বের জন্য বিলম্ব ফি যৌক্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছিলেন যে জুনের জন্য ১৬,৯৮২ কোটি টাকা সহ জিএসটি ক্ষতিপূরণের সমস্ত বকেয়া রাজ্যগুলিকে দ্রুত পরিশোধ করা হবে।


সীতারামন ছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রী এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে অংশ নেন।


আরও পড়ুন: Nikki Yadav Murder Case: নিক্কিকে খুন করতে সাহায্য করেছিল সাহিলের পরিবারের লোকজন, গ্রেফতার বাবা


কর ফাঁকি রোধ করা হবে


অর্থমন্ত্রী বলেন, পান মসলা ও গুটখা শিল্পে কর ফাঁকি রোধ করা হবে। এর জন্য ওড়িশার অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত মন্ত্রীদের গ্রুপের (GOM) প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। তিনি জানান যে বৈঠকে তরল গুড়ের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেন্সিল শার্পনারের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।


কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি ট্যাগ-ট্র্যাকিং ডিভাইস বা ডেটা লগারের মতো কোনও ডিভাইস ইতিমধ্যেই কন্টেইনারে লাগানো থাকে তবে সেই ডিভাইসে কোনও IGST ধার্য করা হবে না। অর্থমন্ত্রী বলেছেন যে GST কাউন্সিল ২০২২-২৩ আর্থিক বছরের পরে ২০ কোটি টাকার টার্নওভার সহ নিবন্ধিত ব্যক্তিদের জন্য নির্ধারিত তারিখের পরে বার্ষিক GST রিটার্ন জমার জন্য ফর্ম GSTR-9 লেট ফি-কে যৌক্তিক করার সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: India Welcomes South African Cheetahs: গোয়ালিয়রের এয়ারফোর্স স্টেশনে ১২ আফ্রিকান চিতা! হঠাৎ কোথা থেকে এল, কেনই-বা?


একটি আর্থিক বছরে পাঁচ কোটি টাকার টার্নওভারের ব্যবসায়ির জন্য একদিনের বিলম্ব ফি হল ৫০ টাকা, টার্নওভারের সর্বাধিক ০.০৪ শতাংশ সাপেক্ষে। পাঁচ কোটি থেকে ২০ কোটি টাকার ব্যবসায়ির জন্য লেট ফি হবে প্রতিদিন ১০০ টাকা। এটিও মোট ব্যবসার ০.০৪ শতাংশের নিচে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)