ওয়েব ডেস্ক:  দীপাবলির আগেই কি সাধারণের জন্য ভালো খবর আসতে চলেছে? কিছুটা হলেও লাভের মুখ দেখবেন ছোট ব্যবসায়ীরা? আপাতত এসব প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের অপেক্ষা। জিএসটি অর্থাত্ পণ্য পরিষেবা কর নিয়ে আলোচনার জন্য বসতে চলেছে ২২ তম জিএসটি কাউন্সিল বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকেই ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী সম্ভাবনা রয়েছে?


সূত্রের খবর, এদিনের বৈঠকের পর ছোটো থেকে মাঝারী ব্যবসায়ীদের জন্য ভালো খবর আসতে পারে, রফতানিকারকদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বিশেষ প্যাকেজ ঘোষণা হতে পারে। এছাড়াও কর জমার ক্ষেত্রে নিয়ম শিথিল হতে পারে। জিএসটি চালু হওয়ার ফলে যে সমস্ত ব্যবস্থা সমস্যার মুখে পড়েছে, যেমন, জিএসটি নেটওয়ার্ক পোর্টাল, মান্থলি রিটার্ন ফাইলিং- এসব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি এদিনের বৈঠক সাধারণের জন্য কতটা সুখের খবর আনতে পারে, সেটাই দেখার।