নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটে নাক গলাচ্ছে পাকিস্তান। রবিবার ভোটপ্রচারে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পাক সেনার প্রাক্তন ডিরেকটর জেনারেল আরশাদ রফিক গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আহমেদ পটেলকে বসানোর দাবি করেছেন বলে খবর। সেই প্রসঙ্গ তুলেই পালানপুরের সভায় নরেন্দ্র মোদীর দাবি, ''প্রাক্তন পাক সেনা কর্তা গুজরাটের নির্বাচনে হস্তক্ষেপ করছেন। মণিশঙ্কর আইয়ারের বাড়িতে বৈঠকে বসছেন পাক রাষ্ট্রদূত।'''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীকে 'নীচ' বলায় বৃহস্পতিবার দল থেকে সাসপেন্ড হন মণিশঙ্কর আইয়ার। বিজেপির দাবি, বুধবার সন্ধেয় আইয়ারের বাড়িতে বৈঠকে বসেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদ। এদিন গুজরাটে মোদী বলেন, ''গুজরাটকে অপমান করেছেন মণিশঙ্কর আইয়ার। পাক রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক করছেন তিনি। এর কারণ কী? কেন আহমেদ পটেলকে মুখ্যমন্ত্রী পদে বসাতে সহযোগিতার কথা বলছেন পাক সেনা বাহিনীর প্রাক্তন কর্তারা?''


আরও পড়ুন- পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করেই কি 'নীচ' মন্তব্য মণিশঙ্করের? প্রশ্ন বিজেপির



মোদীর সুরেই কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রচারে নেমে পড়েছেন অমিত শাহ। তিনি বলেন, ''বিদেশমন্ত্রককে না জানিয়েই মণিশঙ্কর আইয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন পাক রাষ্ট্রদূত। এর পিছনে উদ্দেশ্য কী?''
 



সুরাটের সংখ্যালঘু মহল্লায় দিন কয়েক আগে আহমেদ পটেলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে পোস্টার পড়েছিল। কংগ্রেস জানায়, মেরুকরণের উদ্দেশ্যে পোস্টারটি সাঁটিয়েছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দেয় গেরুয়া শিবির।