গুজরাট-হিমাচলে জেতার পর উন্নয়নের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর
দুই রাজ্যে জেতার পর টুইটারে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: দক্ষ প্রশাসন ও উন্নয়নের পক্ষে সমর্থনকে ইঙ্গিত করছে গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের ফল। এমনটাই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে এদিন মোদী লিখেছেন, ''দুই রাজ্যে বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেই এমন জয় এসেছে। বিজেপির উপরে ভরসা রাখার জন্য গুজরাট ও হিমাচলপ্রদেশের মানুষের কাছে মাথা নত করছি আমি। প্রতিশ্রুতি দিচ্ছি, দুই রাজ্যের উন্নতিতে চেষ্টার ত্রুটি রাখব না। এ জন্য অক্লান্ত পরিশ্রম করব।''
আরও পড়ুন- শুনশান কংগ্রেস অফিস, মাশরুম কেক কেটে উল্লাস বিজেপির
বেলা বাড়ার সঙ্গে ভোটের ফল স্পষ্ট হতেই সংসদে ঢোকার মুখে হাসিমুখে 'ভিকট্রি সাইন' দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিজের গড় গুজরাটে এবার তাঁর কঠিন লড়াই ছিল। কিন্তু সেই লড়াই অবশেষে জিতেছেন প্রধানমন্ত্রী। আর তাই তিনি এখন খুশি ও প্রতিশ্রুতিবদ্ধ, বলছে রাজনৈতিক মহল।