নিজস্ব প্রতিবেদন: যেমন প্রত্যাশা ছিল, তেমন হল না। নিজের গড়েই কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। ১৫০ লক্ষ্য নিয়ে নেমে মাত্র ৯৯টি আসন পেয়েই খুশি থাকতে হল বিজেপিকে। তবে জয়ের মধ্যে কাঁটা উঞ্জা কেন্দ্রে হার। নরেন্দ্র মোদীর শহর ভডনগর এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। সেই কেন্দ্রেই এবার হেরেছে মোদীর দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছোটবেলায় ভডনগরের স্টেশনেই চা বেচতেন নরেন্দ্র মোদী। গুজরাটে ভোটের আগে সেখানে গিয়েছিলেন তিনি। মাটি ছুঁয়ে প্রণামও করেছেন। কিন্তু, ওই কেন্দ্রেই ১৯ হাজার ভোটে হেরেছে বিজেপি। ২০১২ সালে বিজেপির বিধায়ক নারায়ণ প্যাটেল ২৫,০০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার কংগ্রেসের আশা প্যাটলের কাছে ১৯ হাজার ভোটে হেরেছেন তিনি। 


আরও পড়ুন- ১৯ রাজ্যে 'রং দে তু মোহে গেরুয়া'


উঞ্জা কেন্দ্রে প্যাটেল সম্প্রদায় প্রায় ৪০ শতাংশ। দুবছর আগে পুলিসের গুলিতে পাতিদার আন্দোলনে ১৪জন যুবকের মৃত্যু হয়েছিল। ফলে বিজেপির প্রতি প্যাটেলদের ক্ষোভ ছিলই। ২০১৫ সালে পুরনির্বাচনে এখানে প্রার্থী দেওয়ারই সাহস করেনি বিজেপি। 


প্যাটেলদের খুশি করতে পদক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। উঞ্জায় পর্যটনশিল্পের জন্য ৮.৭৫ কোটি টাকা মঞ্জুর করেছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না, নিজের জন্মভূমিতেই থমকে গেছে মোদীর বিজয় রথের চাকা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেড়ে যাওয়া মণিনগর কেন্দ্রে অবশ্য জিতেছে বিজেপি।