ওয়েব ডেস্ক: ছত্তিশগড়ের পাঙ্খাজুর এলাকায় আজ বিএসএফ জওয়ানদের সঙ্গে একচোট গুলির লড়াই চলল সশস্ত্র মাওবাদীদের। উল্লেখ্য, গত সপ্তাহেই ২৪শে এপ্রিল সুকমায় মাওবাদী হানায় নিহত হন সিআরপিএফের ২৫ জওয়ান। ঘটনার পরই ছত্তিশগড়ের চিন্তালনার ও চিন্তাগুফা এলাকা থেকে আক্রমণে যুক্ত সন্দেহে গ্রেফতার হয় কমপক্ষে ৯ জন।



প্রসঙ্গত, সুকমায় মাওবাদী আক্রমণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে দশ মাওবাদী উপদ্রুত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই ঠিক হয়, উন্নত ও আধুনিক প্রযুক্তি এবং মাওবাদীদের অর্থের উত্‍স অবরোধ করার মধ্যমে সরকার মাওবাদীদের মোকাবিলা করবে। তারপরেই আজ পাঙ্খাজুরের গুলি বিনিময় অত্যন্ত তাত্‍পর্যপূরণ বলে মনে করছে প্রশাসনিক মহল। (আরও পড়ুন- রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে দেওয়াল ভেঙে মৃত কমপক্ষে ২২)