ওয়েব ডেস্ক: 'ধর্ষক ধর্মগুরু' গুরমিত রাম রহিম সিংয়ের কুকীর্তি সামনে আসতেই ফের চর্চায় আসছে তার একেক সময়ের এক এক 'মতবাদ'। কখনও ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান এবং অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের পিছনে নিজের অবদান দাবি করা, কখনও আবার নিজেকে 'ঈশ্বরের দূত' বলা। ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত 'গডম্যান' গুরমিত রাম রহিম এখন জেলে। ২টি পৃথক মামলায় ১০ বছর করে মোট ২০ বছর কারাদণ্ডের সাজা হয়েছে তার। সিবিআই-এর বিশেষ আদালতে বিচারকের রায় ঘোষণার পর থেকেই গণমাধ্যম তো বটেই সোশ্যাল মাধ্যমে দাবানলের মত ছড়িয়ে পড়েছে 'গডম্যান' গুরমিত রাম রহিম সিংয়ের 'জীবনচরিত'। এবার ভাইরাল আরও এক তথ্য। মেয়েদের 'বিকিনি-বসন' নিয়ে ধর্ষক ধর্মগুরুর মত কী? ইন্ডিয়া টুডে'র একটি সাক্ষাৎকারে গুরমিত রাম রহিম সিং এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, "মেয়ে সবলা হলে যা খুশি পরতে পারে, আর অবলা হলে তাকে একটু ঢেকেঢুকে পোশাক পরতে হয়"। এর সঙ্গে তিনি যুক্ত করেন, "এই সমাজটা শিয়ালের সমাজ, তাই অবলা মেয়েদের নিজেদের রেখেঢেকে রাখতেই হয়।"