ওয়েব ডেস্ক: সীমান্তে পাক জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন গুরসেবক সিং। পঞ্জাবের তরন তরন জেলার ওয়ারানা গ্রামে শোকের ছায়া। সম্ভবত কালই পরিবারের হাতে তুলে দেওয়া হবে শহীদ জওয়ানের দেহ। পঞ্জাবের তরন তরন জেলার ওয়ারানা গ্রামের আকাশে বাতাসে এখন কান্নার রোল। খবরটা পাওয়ার পর থেকেই শোকে পাথর গোটা পরিবার। তবু পুত্রশোকে ভেঙে পড়তে নারাজ বলবিন্দর সিং। কারণ তিনি জানেন, এ মৃত্যু নিছক মৃত্যু নয়। মাতৃভূমির জন্য আত্ম বলিদান। বাবা বলবিন্দর সিং বলেছেন, 'ও খুব বীর ছিল। ওর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ও দেশের জন্য প্রাণ দিয়েছে। আর কী বলব।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


কৃষ্ণা ঘাঁটিতে মোতায়েন ছিলেন বাইশ নম্বর শিখ রেজিমেন্টের সদস্য গুরসেবক সিং। পাক রেঞ্জার্সদের গুলিতে মৃত্যু হয় বছর তেইশের এই যুবকের। সকালেই দুঃসংবাদ পৌছে যায় গ্রামের বাড়িতে। মায়ের চোখের জল যেন কিছুতেই আর থামছে না। প্রিয় দাদাকে হারানোর যন্ত্রণা ভুলতে পারছে না গুরসেবকের ছোট্ট বোন। সান্ত্বনা দিতে জড়ো হয়েছেন প্রতিবেশীরা। পুত্রশোকে সমব্যাথী গোটা গ্রাম। তবু পুত্র হারা মায়ের কান্না যেন কিছুতেই থামছে না।


আরও পড়ুন  এই পাঁচ ভারতীয়র টাকায় প্রায় ২০টা রিও অলিম্পিক আয়োজন করা যাবে!