নিজস্ব প্রতিবেদন: ধর্মপ্রাণতা ও ধর্মীয় উন্মাদনা এই দুই নিয়েই ভারত। নানা সময়ে তাই নানা কিছু অবলম্বন করে এ সংক্রান্ত নানা সমীক্ষা পরীক্ষা সার্ভে ইত্যাদি ঘটে থাকে। সম্প্রতি যেমন জানা গেল জ্ঞানবাপী মসজিদে মিলেছে শিবলিঙ্গের অস্তিত্ব। তবে তা নিয়ে কোনও পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনও আলোচনাসাপেক্ষ। আগামি দিনেই সবটা পরিষ্কার হবে। আপাতত জ্ঞানবাপী মসজিদে হিন্দুদেবতার অস্তিত্ব নিয়ে যে বিতর্ক চলেছে জেনে নিন  তার ১০ কাহন:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১ কোর্ট-নির্দেশিত ভিডিয়োগ্রাফির কাজ আজ, সোমবার ১৭ মে শেষ হয়েছে


২ মসজিদ চত্বরে সমীক্ষার কাজ শুরু হয়েছিল সকাল ৮টায়, দু'ঘণ্টা পরে ১০.১৫ মিনিটে তা শেষ হয়


৩  সার্ভের কাজ শেষ হওয়ার পরেই হিন্দুমহল থেকে সুর উঠছে, মসজিদের কুয়োয় শিবলিঙ্গের চিহ্ন মিলেছে


৪ আইনজীবী বিষ্ণু জৈন আদালতের কাছে এই শিবলিঙ্গ রক্ষার জন্য আবেদন জানাবেন বলে জানা গিয়েছে


৫ তবে গত সপ্তাহে মসজিদ চত্বরে উক্ত সমীক্ষা তথা ভিডিয়োগ্রাফি করা নিয়ে মুসলিম সম্প্রদায়ের তরফে আপত্তিও উঠেছিল


৬  জ্ঞানব্যাপী চত্বরে সমীক্ষার কাজে আদালত-নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার অজয় কুমার মিশ্রকে সরানোর যে দাবি মসজিদ কমিটি তুলেছিল, ডিস্ট্রিক্ট সিভিল জাজ তা আগেই নাকচ করে দিয়েছিলেন 


৭ তবে আগামি মঙ্গলবারের মধ্যেই এর কাজ শেষ করতে হবে এই নির্দেশ এসেছে


৮ জেলা আদালত জানিয়েছে, সমীক্ষার কাজ করতে গিয়ে যদি দেখা যায় কোনও জায়গায় তালা ঝুলছে, কিন্তু তার চাবি পাওয়া যাচ্ছে না, তবে তদন্তের স্বার্থে সেই তালা ভেঙে ফেলা যাবে; জেলা আদালত এমনকি সমীক্ষার কাজে বাধা এলে জেলা প্রশাসনকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথাও বলেছে


৯.  মসজিদ চত্বরে কোনও হিন্দু প্রতীক থাকার যে দাবি উঠেছে, তেমন কোনও প্রতীকের অস্তিত্ব সত্যিই আছে কিনা, সেটা দেখার জন্যই এই সার্ভে


১০ রাখি সিং, লক্ষ্মী দেবী, সীতা সাহু-সহ পাঁচ মহিলা মসজিদের দেওয়ালের বাইরের দিকে উৎকীর্ণ হিন্দুদেবতার নিত্যপুজোর অনুমতি প্রার্থনার জন্য ২০২১-এর এপ্রিলে আদালতে গিয়েছিলেন। মূর্তিগুলি যাতে কেউ নষ্ট করে দিতে না পারে এজন্যও তাঁরা আদালতে আবেদনও জানান। 


আরও পড়ুন: Gyanvapi Masjid: জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ? কী বলছেন আইনজীবী?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)