নিজস্ব প্রতিবেদন: রাজধানী ও সন্নিহিত এলাকায় ক্রমশ শিকড় চালাচ্ছে হাফিজ সইদের সংগঠন ফালাহ-ই-ইনসানিয়ত বা ফিফ। এমনটাই মনে করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কোথাও পড়েছে পোস্টার, কোথাও আবার ভাঙচুর, জেরবার দিলীপ


দিল্লি ও হরিয়ানার বিভিন্ন জায়গায় ধর্মীয় ও সামাজিক কাজকর্মের আড়ালে তারা তৈরি করা হচ্ছে স্লিপার সেল। এনিয়ে ফিফের বিরুদ্ধে একটি এফআইআরও করেছে এনআইএ। সেখানে মহম্মদ সালমান, মহম্মদ সেলিম ও মহম্মদ কামরান নামে তিন জনের নাম করা হয়েছে।



এনআইএ-র অভিযোগ, দিল্লি ও হরিয়ানার বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা তৈরি করছে ফিফ। পাশাপাশি গরীর মুসলিম পরিবারের অবিবাহিত মেয়েদের বিয়ের ব্যবস্থাও করছে তারা। এভাবেই তারা সমাজে তাদের প্রভাব বিস্তার করছে। এব্যাপারে প্রয়োজনীয় টাকার যোগান দিচ্ছে পাক নাগরিক মহম্মদ কামরান নামে এক ব্যক্তি। তার মাধ্যমেই পাকিস্তান থেকে দুবাই হয়ে টাকা আসছে ভারতে।


আরও পড়ুন-সপ্তম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, রাজ বব্বর লড়বেন ফতেহপুর সিক্রি থেকেই


অভিযোগ, মহম্মদ কামরান দুবাইয়ে অনাবাসী ভারতীয় মহম্মদ সালমানকে বেছে নিয়েছে। তার মধ্যেমেই হাওয়ালার সাহায্যে টাকা পাঠানো হচ্ছে ভারতে।