ভারতকে পরমাণু বোমার হুমকি হাফিজ সঈদের (দেখুন ভিডিও)
ওয়েব ডেস্ক: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ এবার ভারতকে পরমাণু বোমাকে দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। করাচিতে এক সভায় বক্তৃতা দিতে গিয়ে হাফিজ বলেন, ''ভারত তোমরা সাবধান। পাকিস্তান অনেক এগিয়ে গিয়েছে। পাকিস্তানর যুব সমাজ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারে।''এরপরই সঈদ বলেন, ''ভারত ভুলে যেও না পাকিস্তানের পরমাণু অস্ত্রের আওতার মধ্যে তোমরা রয়েছো।''