নিজস্ব প্রতিবেদন: সন্ধে হতেই মুষলধারে বৃষ্টি, সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। দিল্লি ও নয়ডা একেবারে কোনও শৈল শহরের মতো সাদা হয়ে গেল কয়েক মিনিটেই। শুধু তাই নয় পশ্চিম উত্তরভারতের একটি বড় অংশজুড়েও হল ওই শিলাবৃষ্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আচমকা ওই বৃষ্টিতে দিল্লি, নয়ডা ও ফরিদাবাদে যান চলাচাল একেবারে স্তব্ধ হয়ে যায়। সন্ধে ৬-৭ মধ্যে দিল্লি গামী ১৮ বিমানকে অন্য দিকে ঘুরিয়ে দিতে হয়।




বুধবারই দিল্লিতে চড়া রোদ ছিল ও তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বৃহস্পতিবার আবহাওয়া দফতর বৃষ্টি পূর্বাভাষ দিলেও তা যে এতটা মারাত্মক আকার নেবে তা ভাবা যায়নি।




এদিন দিল্লি ছাড়াও মুজাফফরনগর, সাহারানপুর, মেরঠ, খাটাউলি, মোদীনগর, গাজিয়াবাদ, আলিগড়, মোরাদাবাদ, আমরোহায় শিলাবৃষ্টি ও হালকা বৃষ্টি হয়।