নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে গত ২২২ বছরে প্রথমবার বাতিল হয় হজ (Hajj 2021) । এবছর ভ্যাকসিন এলেও করোনা পরিস্থিতি (Corona) মোটেই ভালো নেই। এদিকে হজ (Hajj 2021) শুরু হতে বাকি আর কয়েক মাস। প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লক্ষ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব (Saudi Arabia) যান। ভারত থেকেও আনুমানিক ২ লক্ষ মানুষ পাড়ি দেন। কিন্তু এবছর ভারতীয়রা কি যেতে পারবেন হজে? এ নিয়ে  শনিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রী বলেন, এবছর হজ হবে কি না তা নির্ভর করছে সৌদি আরব সরকারের উপর। সৌদি আরব সরকার যে সিদ্ধান্ত নেবে হজ যাত্রা নিয়ে, নরেন্দ্র মোদী সরকারের সে বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে আগেই জানানো হয়েছে। করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের জেরে ত্রস্ত প্রায় গোটা বিশ্ব। করোনার জেরে যেমন গত বছর হজ বাতিল করা হয়, এবারও কি সেই একই পথে হাঁটবে সৌদি আরব সরকার (Saudi Arabia)? তাকিয়ে গোটা বিশ্ব।


আরও পড়ুন: Nigeria এ নিষিদ্ধ Twitter, খোলা বাজারে ছক্কা হাঁকাচ্ছে ভারতের Koo



প্রসঙ্গত, বৃহস্পতিবার হজযাত্রা বাতিল ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ করোনার কারণে এই নিয়ে পরপর দুবছর বাতিল করল হজযাত্রা (Hajj 2021) ।   


আরও পড়ুন: Martian soil-ই কি হতে চলেছে মানবসভ্যতার এযাবত্‍ সব চেয়ে দুর্মূল্য বস্তু?


 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)