‘মাসুদ আজহার একজন কসাই, ওকে মওলানা বলবেন না’
পাকিস্তানের মাটিতে ভারতের বিমান হানাকে সমর্থন করেন ওয়েসি। বলেন, পুলওয়ামা হামলার পর পাক মাটিতে বিমান হানাকে সমর্থন করি। কিন্তু এবার প্রধানমন্ত্রী মোদীকে জবাব দিতে হবে কীভাবে পুলওয়ামায় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক এল
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলায় পাক জঙ্গিদের ভূমিকা নিয়ে ইমরান খানকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন(মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি।
আরও পড়ুন-মোদীর পথেই হাঁটছেন মমতা! কটাক্ষ বাম-কংগ্রেসের
শনিবার হায়দরাবাদে এক সভায় তিনি সরাসরি ইমরানকে নিশানা করে। বলেন, ইমরান খান এখন অদ্ভূত সব মন্তব্য করেছেন। উনি বলেছেন, ‘আমার হাতে পরমাণু বোমা রয়েছে। আমাদের হাতে তা নেই নাকি। এসব বলে লাভ কী?’
ইমরান খানের বিরুদ্ধে মুসলিম তাস খেলারও অভিযোগ তোলেন ওয়েসি। তিনি বলেন, ‘ভারতকে টার্গেট করতে গিয়ে উনি মুসলিম তাস খেলছেন। এসব বন্ধ করুন। এদেশের মুসিলমরা তাদের ভাবনা ভেবে নেবেন। আপনারা আপনাদের জইশ-ই-শয়তান ও লস্কর-ই-শয়তানকে থামান। আর দয়া করে মাসুদ আজহারকে মওলানা বলবেন না। উনি আসলে একজন শয়তান। মানুষ মারা ইসলাম হতে পারে না।‘
পুলওয়ামা হামলায় পাকিস্তানের ভূমিকার কথা টেনে ওয়েসি বলেন, ‘পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রমান চাইছেন। আর কত প্রমাণ চান উনি।‘
আরও পড়ুন-এয়ার স্ট্রাইকে ধ্বংস জইশের ৪টি জঙ্গি শিবির, প্রমাণ ধরা র্যাডারের ছবিতে
পাকিস্তানের মাটিতে ভারতের বিমান হানাকে সমর্থন করেন ওয়েসি। বলেন, পুলওয়ামা হামলার পর পাক মাটিতে বিমান হানাকে সমর্থন করি। কিন্তু এবার প্রধানমন্ত্রী মোদীকে জবাব দিতে হবে কীভাবে পুলওয়ামায় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক এল। জঙ্গিদের হাতে কীভাবে এল মার্কিন অস্ত্র। কেন গোয়েন্দারা হামলার আগাম খবর দিতে ব্যর্থ হলেন।