নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা হরিশ রাওয়াত আগামী বিধানসভা নির্বাচনে নিজের পুরনো আসন থেকে লড়ছেন না। ১৪ ফেব্রুয়ারির আসন্ন বিধানসভা নির্বাচনে রামনগরের পরিবর্তে লালকুয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ঘোষিত শেষ ১০ জনের তৃতীয় প্রার্থী তালিকায় কংগ্রেস হরিশ রাওয়াতের আসন পরিবর্তন করেছে। এই তালিকায় তাদের পূর্ব মনোনীত প্রার্থীদের মধ্যে পাঁচজনের আসন পরিবর্তন করা হয়েছে।


কংগ্রেসের তরফে হরিদ্বার গ্রামীণ বিধানসভা আসন থেকে হরিশ রাওয়াতের মেয়ে অনুপমা রাওয়াতকে মনোনীত করা হয়েছে।


২০১৭ সালের শেষ বিধানসভা নির্বাচনে তিনি কিচ্ছা এবং হরিদ্বার গ্রামীণ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।


আরও পড়ুন: 'ভারতকে যারা শেষ করছে তাদের হাতের পুতুল হবেন না', টুইটার প্রধানকে সতর্কবার্তা রাহুলের


হরিশ রাওয়াতের আগে লালকুয়ান আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন সন্ধ্যা দলকোটি। রাওয়াতের জায়গায় মহেন্দ্র পাল সিং এখন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


মহেন্দ্র সিং-এর নাম এর আগে কালাধুঙ্গি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছিল। এই আসনে কংগ্রেস এবার প্রার্থী করছে মহেশ শর্মাকে।


দইওয়ালা বিধানসভা আসনের জন্য মোহিত উনিয়ালের জায়গায় গৌরব চৌধুরীকে মনোনীত করেছে কংগ্রেস। রবি বাহাদুর জ্বলাপুর আসনের জন্য বরখা রানীকে মনোনীত করেছে।


রুরকি থেকে যশপাল রানাকে মনোনীত করেছে কংগ্রেস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)