হরিয়ানায় বিজেপির ঘাড়ে নিঃশ্বাস কংগ্রেসের, সংখ্যাগরিষ্ঠ সরকার গড়ার দাবি হুডার
হরিয়ানায় প্রাথমিক প্রবণতায় অপ্রত্যাশিত ফলের ইঙ্গিত।
নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক প্রবণতায় হরিয়ানায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। নির্বাচন কমিশনের দেওয়া শেষ তথ্য বলছে, বিজেপি এগিয়ে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। আর তাতেই হরিয়ানায় অপ্রত্যাশিত পরিবর্তনের স্বপ্ন দেখছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দ্রর সিং হুডা দাবি করেছেন, সরকার গড়ছে কংগ্রেসই।
হরিয়ানায় ব্যাপকভাবে বিজেপির প্রত্যাবর্তনের সংকেত দিয়েছিল সমস্ত বুথফেরত সমীক্ষা। কিন্তু বৃহস্পতিবার সকালে ভোটগণনা শুরু হতেই দেখা যায়, যতটা সহজ বিজেপির জয় ভাবা হচ্ছিল, ততটাও নয়। ৮টি আসনে হারছেন বিজেপির মন্ত্রীরা। নির্বাচন কমিশনের পাওয়া শেষ তথ্য বলছে, বিজেপি এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেস ১৬টি আসনে এগিয়ে। বাকিরা এগিয়ে ৪টি আসনে। আর ভোটপ্রবণতায় এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ৪১টি আসনে। ৩৯টি আসন নিয়ে সমানে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস।
ভোটের প্রাথমিক প্রবণতা দেখে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দ্রর সিং হুডা। তাঁর কথায়,''সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস।''
শুধু বিজেপিকে জোর টক্কর দেওয়াই নয়, হরিয়ানায় প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়া বেশ চড়া। ক্ষমতাসীন বিজেপির ৮ মন্ত্রীই এখন ভোটগণনায় পিছিয়ে পড়েছেন।
হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ২০১৪ সালে ৪৭টি গিয়েছিল বিজেপির ঝুলিতে। প্রথমবার সে রাজ্যে সরকার গড়েছিল গেরুয়া শিবির। কংগ্রেস পেয়েছিল মাত্র ১৫টি আসন। আইএনএলডি পেয়েছিল সাকুল্যে ১৮টি। হরিয়ানার জাট অধ্যুষিত এলাকায় সে বার ব্যাপক ব্যবধানে জিতেছিল বিজেপি।
আরও পড়ুন- রামলীলা সংখ্যালঘুদের ভীত করে তোলে, শিশু পর্নের সঙ্গে তুলনা অভিনেতা প্রকাশ রাজের