নিজস্ব প্রতিবেদন: সেলিব্রিটির চমকে পিছিয়ে নেই কংগ্রেসও। শনিবার রাতে নৃত্যশিল্পী তথা বিগ বসের প্রতিযোগী স্বপ্না চৌধরিকে রাজনীতির আঙিনায় নিয়ে এল কংগ্রেস। আগেই তাঁকে নিয়ে চলছিল জোর জল্পনা। মথুরা কেন্দ্রে অভিনেত্রী তথা দু’বারের সাংসদ হেমা মালিনীর বিরুদ্ধে স্বপ্নাকে দাঁড় করাতে পারে কংগ্রেস। উল্লেখ্য, ২০১৪ সালে মথুরা লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন হেমা মালিনী। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির টিকিটেই রাজ্যসভার সাংসদও হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্নাকে মথুরায় দাঁড় করানো নিয়ে যদিও কংগ্রেসের তরফে কিছু বলা হয়নি। স্বপ্না চৌধরির সঙ্গে দেখা করেন কংগ্রেসের জেনারেল সচিব পদে সদ্য নিযুক্ত প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আজ রাতে কংগ্রেস অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করায় স্বপ্নার মথুরায় লড়ার স্বপ্ন কার্যত শেষ। ওই কেন্দ্র থেকে কংগ্রেস নেতা মহেশ পাঠককে দাঁড় করানো হয়েছে।


আরও পড়ুন- অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ফের সীমান্তে জওয়ানের মৃত্যু


যদিও ওয়াকিবহাল মনে করছে, স্বপ্নার জন্য শেষ মুহূর্তে কেন্দ্র বদলাতে পারে কংগ্রেস। সেলিব্রিটি হেমাকে সয়ানে-সয়ানে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে হরিয়ানার এই শিল্পী। বিগ বস নাম লিখিয়ে স্বপ্নার জনপ্রিয়তা এখন তুঙ্গে। কংগ্রেস নেতা রাজ বব্বরের জন্য মুরাদাবাদ কেন্দ্র ঘোষণা করা হয়েছিল পরে ওই কেন্দ্রে প্রার্থী করা হয় কবি ইমরান প্রতাপগঢ়ী। তাই স্বপ্নার ক্ষেত্রেও যে একই ঘটনা ঘটবে না, এ কথা হলফ করে বলা যাচ্ছে না।