নিজস্ব প্রতিবেদন : তিনি শিবভক্ত এবং পৈতেধারী ব্রাহ্মণ, রাহুল সম্পর্কে একথা আগেই জানিয়েছিল কংগ্রেস। এবার তার সঙ্গে যোগ হল রুদ্রাক্ষের মালাও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, গলায় রুদ্রাক্ষের মালা পরে রয়েছেন রাহুল গান্ধী। গলায় এই মালা পরা অবস্থাতেই তাঁকে সাংবাদিকদের সামনে আসতে দেখা গেছে বলে দাবি। আর সেই রাহুলের ওই ছবি প্রকাশ্যে আসতেই আবারও করে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি।


আরও পড়ুন : গায়ের রং ফর্সা রাখতে প্রতিদিন ৪ লক্ষ টাকার মাশরুম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


গুজরাটে ভোটে 'ধর্ম' এবার বড় ফ্যাক্টর। কখনও রাহুল গান্ধী মন্দির নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে, আবার কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই মন্দিরেই ছুটছেন বিকাশ প্রসঙ্গ পাশে ফেলে। পাক ষড়যন্ত্র থেকে মোদীর খাদ্যাভ্যাস ভোটের বাজারে সবই এখন ইস্যু। আর এই সবকিছু মিলিয়ে যুযুধান দু’পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে পারদ ক্রমেই চড়ছে গুজরাটে। আর এবার কংগ্রেসের ‘যুবরাজ’-কে যে পোশাকে দেখা গেল, তা নিয়েও শুরু হয়েছে জোর তরজা।


ছবিতে দেখা যচ্ছে, সাদা রঙের কুর্তা পাজামা পরে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। তিনি 'কত বড় হিন্দু', তা দেখাতেই কি রুদ্রাক্ষের মালা পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাহুল, উঠছে প্রশ্ন? জগন্নাথ মন্দির ঘুরে আসার পরই রাহুলের গলায় ওই রুদ্রাক্ষের মালা দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গলাতেও দেখা যেত রুদ্রাক্ষের মালা। এবার কি তাহলে ঠাকুমার পথে হেঁটেই রুদ্রাক্ষে ভরসা রাখছেন সদ্য কংগ্রেস সভাপতি হয়ে ওঠা রাহুল?