ওয়েব ডেস্ক : নোট বাতিলের পর কত টাকা ফিরেছে রিজার্ভ ব্যাঙ্কের হাতে? একটি সমীক্ষায় বলা হয়েছে, সেই তথ্য আদপে খোদ রিজার্ভ ব্যাঙ্কের কাছেই নেই। আর তাই গত ৩০ ডিসেম্বর বাতিল নোট বদলের সময়সীমা শেষ হওয়ার পরও নির্দিষ্ট ভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে হিসেব নেই যে মোট কত টাকা শেষ পর্যন্ত ফিরেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নোটবন্দির পর ৪৮ লক্ষ জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ৮৭ হাজার কোটি টাকা!


সম্প্রতি, একটি সংবাদ সংস্থায় প্রকাশিত হয়, নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকে বাজারে থাকা ১৫.৪ লাখ কোটি টাকার ৫০০ ও ১০০০-এর নোটের মধ্যে ১৫ লাখ কোটি টাকা ইতিমধ্যেই ফিরেছে। তবে, রিজার্ভ ব্যাঙ্ক সেই তথ্যে এখনও সিলমোহর দেয়নি এখনও। পাল্টা তাদের তরফে জানানো হয়েছে যে তথ্য দেওয়া হয়েছে তা দেশজুড়ে ব্যাঙ্কগুলি থেকে মেলা তথ্যের ভিত্তিতে। তাতে এক হিসেব দু'বারও থাকতে পারে।


মনে করা হচ্ছে অল্প দিনের মধ্যেই সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক মোট সংগ্রহীত নোটের অঙ্ক জানাবে। তারপরই আসল তথ্য জানা যাবে।