নিজস্ব প্রতিবেদন: আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী হিসেব তুলে ধরার জল্পনা রাজনৈতিক মহলে এখনও ঘুরপাক খাচ্ছে। সেই জল্পনায় ফের জল ঢাললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লোকসভা নির্বাচন ২০১৯: ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী রোহন মিত্র?


রবিবার এক সাক্ষাতকারে গডকরী বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছে আমার নেই। আরএসএসও প্রধানমন্ত্রী হিসেবে আমাকে তুলে ধরার কোনও পরিকল্পনা করছে না। রাজনীতিতে কখনও পরিকল্পনা করে পা ফেলিনি। নিজের কাজেও নয়।’ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া ওই সাক্ষাতকারে গডকরী বলেন, ‘রাজনীতি কিংবা নিজের কাজে, কখনওই আগে থেকে কোনও পরিকল্পনা করিনি। দেশের জন্য সেরাটা দেব এটাই মাথায় সবসময় থাকে।’



প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা প্রসঙ্গে নিতিন গডকরী বলেন, ‘এই রকম কোনও স্বপ্ন দেখি না। এর জন্য কারও কাছে দরবার করিনি। মানুষ কী ভাবছে জানি না। এমন কোনও ব্যাপার নেই। ভবিষ্যতেও এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।’


আরও পড়ুন-'সব গ্যাঁজাখুরি গল্প, তৃণমূল রটাচ্ছে'


পুলওয়ামা জঙ্গি হামলা পরবর্তী পর্যায়েও কোনও কোনও সমক্ষীয় এমনও আভাস দেওয়া হচ্ছে যে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ। এরকম একটা ফলাফলের কথা মাথায় রেখেই নিতিন গডকরীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এমনটাই জল্পনা ছিল। তবে গডকরীর দাবি, এবার গতবারের তুলনায় বেশি আসন পাবে এনডিএ। কারণ মহাজোট হিসেবে বিরোধীরা যা তৈরির করার চেষ্টা করছে তা ‘মহা মিলাওয়াট’ ছাড়া আর কিছুই নয়।