Rajib Banerjee: `লজ্জিত-অনুতপ্ত`, ঘাসফুল পতাকা তুলে নিয়ে `ভুল` স্বীকার রাজীবের
বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্য়াখ্যা করতে গিয়ে রাজীব বলেন, সেদিন আমাকে ভুল বোঝানো হয়েছিল
নিজস্ব প্রতিবেদন:আগরতলায় তৃণমূলে যোগ দিয়ে তাঁর পুরনো ভুলের কথা স্বীকার করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথা না শোনার জন্য অনুতাপ প্রকাশও করলেন প্রাক্তন সেচমন্ত্রী।
ঘরে ফেরার পর বলতে উঠে রাজীব বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ত্রিপুরা। চারদিকে একটা ভয়ের বাতাবরণ। এতটা ভয় কিসের! ভয় তখনই হয় যখন গদি টলমল হয়। ত্রিপুরায় বিজেপির গদি টলমল করছে। তাই এত আতঙ্ক। সভায় আসার জন্য গাড়ি দিচ্ছে মা। অর্ধেক মানুষকে ভয় দেখিয়ে আসতে দেওয়া হয়নি। তাই পরিবর্তন প্রয়োজন ত্রিপুরায়। সেই পরিবর্তন আনবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি ফের আমাকে ঘরে ফেরানোর জন্য অনুমতি দিয়েছেন। ভুল করেছিলাম। সেই ভুল আমি স্বীকার করছি।
আরও পড়ুন-Rajib Banerjee: অবশেষে ঘরওয়াপসি, আগরতলার সভায় জোড়াফুল শিবিরেই ফিরলেন রাজীব
দল ছাড়ার আগেও একটা কথা বারবার শোনা যাচ্ছিল যে রাজীব ভালো ছেলে। সেই ছেলে কেন দলত্যাগ করতে চাইছে। রাজীবের দলত্যাগের স্পষ্ট কোনও কারণ জানা না গেলেও রবিবার আগরতলায় সভায় রাজীব বলেন, একটা অভিমানে, একটা জেদের বসে, রাগের বসে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনও মনে আছে সেদিন আমার নেত্রী আমাকে দল ছাড়তে নিষেধ করেছিলেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আধঘণ্টা বুঝিয়েছিলেন। কিন্তু আজ আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আমার ভুল আমি স্বীকার করছি। বলতে দ্বিধা নেই, সেদিন যদি আমার নেতৃত্বের কথা শুনতাম তাহলে আমি আরও ভালো ভাবে এগিয়ে যেতে পারতাম। আমি অনুতপ্ত। মনে হয় ভুলটাকে স্বীকার করলে কোনও অসুবিধে নেই।
আরও পড়ুন-Coronavirus: ১২ হাজারের গণ্ডিতে দৈনিক সংক্রমণ, দীপাবলির আগে সংক্রমণ কমায় স্বস্তি
বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্য়াখ্যা করতে গিয়ে রাজীব বলেন, সেদিন আমাকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু তখনও আমি বলেছিলাম আমি মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের মতো আমাকেও নানা রকম রঙিন ছবি দেখানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে তা করতে পারে বিজেপি। শিল্প হবে, বেকারের চাকরি হবে। একথাটা আজ বলছি কারণ আমি চাই আমি সেদিন যে ভুলটা করেছি, সেটা অন্য কেউ করুক। দেশের আর কেউ যেন এই ভুল না করেন। দুয়ারে সরকার যখন চালু হয়েছিল তখন আমার মনে হয়েছিল ভোটের জন্য এই প্রকল্প চালু হরা হয়েছে হয়তো। কিন্তু আমি ভুল ছিলাম। তাই ভোটের পরও দুয়ারে সরকার চলছে, স্বাস্থ্যসাথী চলছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)