ওয়েব ডেস্ক : ফের সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় তদন্তকারী পুলিস-কে তলব করল দিল্লি হাইকোর্ট। আগামী ৩ দিনের মধ্যে সেই মামলার একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি নেতা সুভ্রমনিয়ান স্বামীর আর্জির ভিত্তিতেই আজ ফের সুনন্দা পুষ্কর মামলার শুনানি হয়। তিনি এই মামলায় আদালতের তত্বাবধানে CBI তদন্তের দাবি জানিয়েছেন।


আরও পড়ুন- ১০ বছরের শিশুর গর্ভপাতের আর্জি খারিজ আদালতে!


বিচারপতি জিএস সিসস্তানি ও পিএস তেজির ডিভিশন বেঞ্চ আজ তদন্তকারী পুলিসের কাছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন করেন। এরপরই আগামী ৩ দিনের মধ্যে সেই তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।


২০১৪ সালের ১৭ জানুয়ারি কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী ৫১ বছরের সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার করা হয়ে দক্ষিণ দিল্লির একটি পাঁচতারা হোটেল থেকে। স্বামীর সঙ্গে এক পাক মহিলা সাংবাদিকের অবৈধ সম্পর্ক নিয়েই টানাপোড়েনের জন্য মৃত্যু হয় পুষ্করের বলে প্রাথমিক ভাবে পুলিসি তদন্তে উঠে আসে। যদিও পরে তদন্তে মিলেছে অন্য গন্ধ।