নিজস্ব প্রতিবেদন: তাঁর সঙ্গে শরদ পাওয়ারের সমর্থন রয়েছে। এমনটাই বলেছিলেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সংবাদমাধ্যমে জানালেন, দেবেন্দ্র ফড়ণবীস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রতিশোধ নেওয়া বিচারের উদ্দেশ্য হতে পারে না: প্রধান বিচারপতি


শনিবার জি মিডিয়াকে ফডণবীস বলেন, অজিত পাওয়ার আমাকে বলেছিলেন শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে তিনি দুর্বল জোট সরকার গঠন করতে রাজি নন।  তাই বিজেপির সঙ্গে একটি স্থায়ী সরকার গড়তে চান। সরকার গঠনের আগে অজিত এনসিপির কয়েকজন বিধায়কের সঙ্গে কথা বলিয়ে দেন।


সরকার গঠনর জন্য বিজেপির বিরুদ্ধে ওঠা ঘোড়া কেনাবেচার অভিযোগ নিয়ে ফডণবীস বলেন, বিজেপি কারও সঙ্গে এরকম কোনও ডিল করেনি। তা যদি হতো তাহলে ৫০-৫০ ফর্মুলায় সরকার গড়ে ফেলতো বিজেপি।



আরও পড়ুন-গুলি করে মেরে ফেলা কাম্য নয়, এনকাউন্টারের নিন্দা না করে পারছি না: তথাগত


উল্লেখ্য, অনেক নাটকের পর মহারাষ্ট্রে সরকার গঠন করেছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট। তার আগে শপথ নিয়ে নেয় দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে সরকার। কিন্তু সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান ফডণবীস। তার পরেই জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন উদ্ধব ঠাকরে।