রাজীব চক্রবর্তী:  সুপ্রিম কোর্টে আরজি মামলার সপ্তম দফার শুনানি শেষ। ৪ সপ্তাহ পর ফের সিবিআইকে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবশ্য আর মামলাটি শুনবেন না। ১০ নভেম্বর অবসর নিচ্ছেন তিনি। পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে চলবে শুনানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Jammu & Kashmir Assembly: নবগঠিত জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুলকালাম! অনুচ্ছেদ ৩৭০ নিয়ে হাতাহাতি...


ঘটনাটি ঠিক কী? কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আরজি কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তখন স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্ত চলছে। আরজি মামলায় এখনও পর্যন্ত ৬ দফা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সপ্তম দফার শুনানি হল আজ, বৃহস্পতিবার। 


এদিন শুনানিতে শুরুতেই আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, 'স্টেটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে অ্যাডিশনাল সেশন জাজ চার্জ গঠন করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ও ১০৩ ধারায় চার্জ গঠন করা হয়েছে'। সঙ্গে নির্দেশ, '৪ সপ্তাহ পর পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে'।



আরও পড়ুন: Viral Video: বৃদ্ধ ঠাকুমাকে আচমকাই ব্যাট দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে নাতি! হাড়হিম ভিডিয়োয়...


কেন্দ্রের জাতীয় টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই রিপোর্ট জমা পড়ার পর, কিছু প্রস্তাব দিতে চান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রধান বিচারপতি বলেন, 'এনটিএফের রিপোর্ট নিয়ে পরামর্শ থাকলে লিখিত দিন। উপযুক্ত পরামর্শ থাকলে অন্তর্ভুক্ত করা হবে'। রাজ্যের তরফে বলা হয়, যেভাবে দ্রুত বিচার  হচ্ছে, আদালতের কাছে কৃতজ্ঞ। দ্রুত মামলার নিষ্পত্তি হোক , শাস্তি হোক'।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)