কৃষক বিক্ষোভ (farmers protest) সংক্রান্ত সুপ্রিম কোর্টে ( supreme court) দু`টি শুনানি আজ
আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে কৃষক বিক্ষোভ সংক্রান্ত দু`টি মামলার শুনানি (Hearing) শুরু হতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে কৃষক বিক্ষোভ সংক্রান্ত দু'টি মামলার শুনানি (Hearing) শুরু হতে চলেছে।
একটি শুনানি কৃষকদের বিরুদ্ধে করা মামলার, অন্যটি কৃষকদের করা মামলার সূত্রে। কৃষক বিক্ষোভ ও অবস্থানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেখানে বলা হয়েছে, এই বিক্ষোভের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। এর ফলে নানা অসুবিধা তো হচ্ছেই, সব চেয়ে সঙ্কট হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। জোগান কমায় দাম বাড়ছে জিনিসপত্রের। আর, এখনও দেশ কোভিড-মুক্ত নয়। এই পরিস্থিতিতে কৃষকদের জমায়েত থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকছে। এই বিষয়টি যেন সুপ্রিম কোর্ট বিবেচনা করে।
আর কৃষকরা যে মামলাটি করেছে, সেখানে তারা সুপ্রমি কোর্টের কাছে আবেদন জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার যেন কৃষকদের স্বার্থ রক্ষা করে। বিভিন্ন জায়গায় কৃষকেরা পুলিসের হাতে মার খাচ্ছে। তাঁদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শীর্ষ আদালত যেন কৃষকদের মানবাধিকার (human rights)সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করে। এমনকি, কৃষকেরা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। তাঁরা সুপ্রিম কোর্টকে তাঁদের এই দাবিও বিবেচনা করে দেখতে অনুরোধ জানিয়েছে।
অচিরেই শুরু হচ্ছে শুনানি। গোটা দেশ তাকিয়ে বিষয়টার দিকে।
ALSO READ: অবশেষে মুক্তি, ৩৬ Tablighi Jamaat সদস্যকে করোনা বিধিভঙ্গের অভিযোগ থেকে রেহাই দিল্লির আদালতের