ওয়েব ডেস্ক : বৈশাখ মাস পড়তে এখনও বাকি বেশ কয়েকদিন। মধ্য গগনে চৈত্র। তারই মাঝে তাপমাত্রার পারদ চড় চড় করে বাড়তে শুরু করেছে। দেশের ১০টি রাজ্য এখন তাপপ্রবাহের শিকার। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল দিনের বেলা বাঁকুড়া ও বীরভূমের তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৪০ ডিগ্রি। একই অবস্থা রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাত বা হরিয়ানাতে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে।


আরও পড়ুন- জাতীয় সড়কের ধারে পানশালা ও মদের দোকান সংক্রান্ত রায়ে পূর্ববর্তী অবস্থানেই সুপ্রিমকোর্ট


শুধু পশ্চিমবঙ্গই নয়, রাজস্থান ও মহারাষ্ট্রের একাধিক এলাকায় গতকাল তাপমাত্রা ৪২ থেকে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করেছে। সেখানে রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই তাপমাত্রায় কোনও পরিবর্তন আসবে না।