ওয়েব ডেস্ক : তাপপ্রবাহের কবলে তেলেঙ্গানা। প্রবল তাপপ্রবাহের জেরে সানস্ট্রোক হয়ে, গত দেড়মাসে দক্ষিণের এই রাজ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬৭ জনের। আগামী কয়েকদিনও তাপপ্রবাহ জারি থাকবে বলে পূর্বাভাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিন ধরেই তেলেঙ্গানায় বেশিরভাগ জায়গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রির উপরে। সঙ্গে চলছে তাপপ্রবাহ। পূর্বাভাস বলছে, আগামী ৫ দিনও অবস্থার কোনও পরিবর্তন হবে না। তাপপ্রবাহ চলবে। একইসঙ্গে সতর্কতা, সারা রাজ্যেই অত্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। পরিস্থিতি সবচেয়ে খারাপ ভদ্রাচালম, রামাগুন্দাম ও নালগোন্ডায়। এই জায়গাগুলিতে পারদ ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে।


আরও পড়ুন, শ্লীলতাহানির শাস্তি! নগ্ন করে রাস্তায় ঘোরানো হল যুবকদের (ভিডিও প্রমাণ)