নিজস্ব প্রতিবেদন: শুক্রবার কালবৈশাখীতে নাকাল হয়েছে কলকাতাবাসী। জানা গিয়েছে কিছুক্ষণের মধ্যে আগরতলাসহ গোটা ত্রিপুরায় ব্যাপক ঝড়-জল শুরু হতে চলেছে। টানা ২ ঘণ্টা ঝড়বৃষ্টি চলতে পারে বলে খবর। কয়েকদিন ধরে ভারী বর্ষণে নাজেহাল ত্রিপুরাবাসী। শিলাবৃষ্টির তাণ্ডব ও লাগাতার বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমানও  লাফিয়ে বেড়েছে। সূত্র মারফত খবর সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম ত্রিপুরায়। বন্যা কবলিত ত্রিপুরায় বিপর্যস্ত জন জীবন। খোলা হয়েছে ত্রাণ শিবির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং


এর আগে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামেও। বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলেও। শুক্রবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয় কালবৈশাখী। পুরুলিয়ায় ঝড় হওয়ার পর তা ধীরে ধীরে এগোয় বাঁকুড়ার দিকে। এদিন গোটা বাঁকুড়া জেলাতেও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে।