জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্য আধিকারিক হীরালাল সামারিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) প্রধান হিসাবে শপথ নিয়েছেন। তিনিই এই পদে প্রথম দলিত ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি মুর্মু দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে সামারিয়াকে শপথবাক্য পাঠ করান। সরকারি কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি) এবং রাজ্য তথ্য কমিশনগুলিতে (এসআইসি) থাকা শূন্যপদগুলি পূরণের করার জন্য কেন্দ্র এবং রাজ্যগুলিকে চেষ্টা করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।


ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর একটি বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে ২০০৫ সালের তথ্যের অধিকার (আরটিআই) আইন একটি ‘মৃত চিঠি’ হয়ে যাবে যদি শূন্যপদগুলি পূরণ করা না হয়।


হীরালাল সামরিয়া কে?


রাজস্থানের ভরতপুর জেলার একটি প্রত্যন্ত এবং ছোট গ্রামে সামারিয়া জন্মগ্রহণ করেন। আইএএস অফিসার হওয়ার পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি রাসায়নিক ও সার মন্ত্রকের যুগ্ম সচিবও ছিলেন।


আরও পড়ুন: Mohammad Azharuddin: ঘোর বিপাকে আজহারউদ্দিন, তেলঙ্গানা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে দায়ের দুর্নীতির মামলা


৬৩ বছর বয়সী সামারিয়াকে প্রধান তথ্য কমিশনার পদের জন্য নির্বাচিত করা হয়। ওয়াই কে সিনহার মেয়াদ ৩ অক্টোবর শেষ হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। তিনি ৭ নভেম্বর, ২০২০ সালে সিআইসি-তে তথ্য কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।


প্রধান তথ্য কমিশনার হিসেবে সামরিয়ার নিয়োগের পর আটটি তথ্য কমিশনারের পদ শূন্য রয়েছে। বর্তমানে কমিশনে দুইজন তথ্য কমিশনার রয়েছেন।


কমিশনের মাথায় থাকেন প্রধান তথ্য কমিশনার এবং সর্বোচ্চ ১০ জন তথ্য কমিশনার থাকতে পারেন সেখানে। একজন প্রধান তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনাররা ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে থাকতে পারেন।


কী বলল সুপ্রিম কোর্ট?


৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে বিপুল সংখ্যক শূন্যপদ আদালতের ‘অন্তর্নিহিত চেতনা এবং প্রকাশের আদেশ’ কে পরাজিত করবে। আরটিআই কর্মী অঞ্জলি ভরদ্বাজের পক্ষে হাজির হওয়া সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্যের পরে এই কথা উঠে এসেছিল এবং আদালত বলেছিলেন যে তথ্য কমিশনারদের অনুপস্থিতির কারণে এসআইসিগুলি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।


আরও পড়ুন: Delhi Air Pollution: দিল্লির দূষণ রোধে এবার আসরে খড়গপুর আইআইটি, নজরে কৃত্রিম বৃষ্টি


সুপ্রিম কোর্টের বেঞ্চ ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-কে সমস্ত রাজ্য থেকে তথ্য সংগ্রহ করার এবং এসআইসি-তে শূন্যপদ পূরণের পদক্ষেপের বিষয়টি সহ একটি স্ট্যাটাস রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছে। অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বরিয়া ভাটিকে বিষয়টি মোকাবেলায় বেঞ্চকে সহায়তা করতে বলা হয়েছে এবং তালিকাটি তিন সপ্তাহ পরে জমা করতে বলেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)